ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রীতম ও প্রতীক হাসানের ‘গার্লফ্রেন্ডের বিয়া’    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ২২:০২, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রীতম ও প্রতীক হাসান দুই ভাই এবার নিয়ে আসছেন নতুন একটি মিউজিক ভিডিও। দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে। গানটির শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’।

ভিডিও কন্টেন্ট আকারে গানটি প্রকাশ করা হবে আগামী ২ আগস্ট। আর এ নিয়েই এখন যত ব্যস্ততা প্রতীক-প্রীতমের। গানটিতে ভাগাভাগি করে কণ্ঠ দিয়েছেন এই দুই ভাই। লুৎফর হাসানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম।  

এফডিসিতে সেট বসিয়ে গানটির দৃশ্যে ধারন করা হয়। ভিডিওটি নির্মাণ করেছেন তানিক রহমান অংশু। ভিডিওতে প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া। একটি বিশেষ দৃশ্যে হাজির হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

এর আগে গানচিল থেকে প্রকাশিত হাবিবের `ঝড়’ গানের ভিডিওতে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন প্রীতম হাসান!

এ প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, আমি সব সময় নতুন কথা এবং মজার মজার বিষয় নিয়ে গান করতে পছন্দ করি। এবারের গানটি অনেক মজার। গানের গল্পের সাথে মিল রেখেই অংশু ভাই ভিডিওটি বানিয়েছেন। আমার ভক্ত-শ্রোতারা গানটি দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

প্রতীক হাসান বলেন, আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান এবারও সে ধরনের একটি গানই হয়েছে এটি। গানের মধ্যে মাস্তি মজা সবই আছে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি