ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

(ভিডিও)

কোটির ঘরে কনার ‘ইচ্ছেগুলো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। নিয়মিত স্টেজ শো, টিভি শো সহ মিউজিক ভিডিও নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তার বেশ কিছু গানের ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। এর আগে তিনবার তার গাওয়া গান কোটি ভিউ পেরিয়েছে। নতুন খবর হচ্ছে কনার ‘ইচ্ছেগুলো’ শিরোনামের গানটি সম্প্রতি অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর। এরমধ্য দিয়ে কনার কোটি’ক্লাবে চার সংখ্যাটি যুক্ত হলো।

বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কনা। তিনি বলেন, ‘গানগুলো অনেক দিন টিকে থাকবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্যদিয়ে সেটিই প্রমাণ হলো। এ জন্য ধন্যবাদ জানাই গানগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের।’

উল্লেখ্য, কনা সংগীত জীবন শুরু করেন ২০০০ সালে। প্রথম অ্যালবাম ‘জ্যামিতিক ভালবাসা’, যা বের হয় ২০০৬ সালে। এরপর দ্বিতীয় একক ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে ‘কনা’ নামে। তার তৃতীয় একক ‘সিম্পলি কনা’ বের হয় ২০১১ তে।

কনার ‘ইচ্ছেগুলো’ গানের ভিডিও :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি