ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ব্যাংককের পথে শাকিব-বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন ঈদ উল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ওয়াজেদ আলি সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি। এই সিনেমার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। বাকি রয়েছে দু’টি গানের শুটিং। আর এই শুটিংয়ের জন্য থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
তিনি বলেন, আজ দুপুর একটার ফ্লাইটে শাকিব-বুবলী ব্যাংকক রওনা হয়েছেন। তবে কবে ফিরবেন সেটা এখনই বলা সম্ভব না। কেননা দুটি গানের শুটিং বাকি রয়েছে। শুটিং সম্পন্ন হলেই শাকিব-বুবলীসহ টিম ফিরবে। সেখানের সমুদ্র সৈকত ও আশেপাশের সাইট সিন-এ শুটিং হবে।’
সম্প্রতি রাজধানীর এফডিসিতে ক্যাপ্টেন খান সিনেমার শুটিং শেষ হয়। এরপরেই আন্তর্জাতিক পরিমণ্ডলে শুটিংয়ের জন্য দেশের যাইরে যাচ্ছে সিনেমার ইউনিট।
শাকিব ও বুবলী ছাড়াও এ সিনেমাতে অভিনয় করছেন পায়েল সরকার, সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু প্রমুখ।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি