ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

এই প্রথম একসঙ্গে শাকিব-ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:০৩, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব খানের নায়িকা হয়ে আসছেন নুসরাত ফারিয়া। ঢালিউডের এই সুপারস্টারের নতুন সিনেমা ‘শাহেনশাহ’তে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটির ব্যাপারে এরই মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েছে গেছে। এটি প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন। সিনেমাটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি।আগামী ২৭ আগস্ট সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। তারপরই শুটিং শুরু হবে। সিনেমাতে আরও কিছু চমক থাকবে। সেটা মহরতের সময় সবাই জানতে পারবেন।

নুসরাত ফারিয়া বলেন, অনেক দিন বিরতির পর অভিনয়ে ফিরছি এটা নিশ্চিত। জাজের বাইরে এখন থেকে নিয়মিত সিনেমাতে অভিনয়ের চেষ্টা থাকবে। এরই মধ্যে কয়েকটি সিনেমা নিয়ে কথাও হচ্ছে। ‘শাহেনশাহ’ সিনেমাটিতে সাইন করলাম, মহরতের পরই শুটিং শুরু করব।

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি, বাদশা, বস ২ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এবারই প্রথমবার নুসরাত ফারিয়া শাকিব খানের নায়িকা হয়ে কাজ করতে যাচ্ছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি