ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সিয়াম-পূজার ‘দহন’ আসছে ৫ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চমক নিয়ে আসছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘দহন’। আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এটি নির্মিত হয়েছে ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্প নিয়ে। সময়ের আলোচিত ও হিট সিনেমা ‘পোড়ামন ২’ এর সফল জুটি সিয়াম-পূজাকে দেখা যাবে এ সিনেমায়।
যদিও ‘দহন’ সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল ঈদ-উল-আজহায়, কিন্তু কারিগরি কাজ ভিএফএক্স ও এডিটিংর জন্য তাড়াহুড়া করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাই নতুন তারিখ হিসেবে আগামী ৫ অক্টোবর দিনক্ষণ চূড়ান্ত করেছে তারা।
সিনেমায় পূজাকে একজন গার্মেন্টস কর্মী, আর সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবকের  চরিত্রে দেখা যাবে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।
এর আগে ‘দহন’ সিনেমায় সিয়াম-পূজার পাশাপাশি বাঁধনের অভিনয় কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিনেমাটি ছেড়ে দেন। এরপর জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অভিনয় করবেন বলে শোনা যায়। সবশেষ সেই সাংবাদিক চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি