ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

হারানো শিশুকে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন সিয়াম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:৪৪, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া একটি শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন চিত্রনায়ক সিয়াম।

বনানী থানায় ইমন নামের একটি বাচ্চাকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এলেন সিয়াম আহমেদ। জানিয়ে দিলেন তিতুমীর কলেজের সামনে তাকে খুঁজে পেয়েছে তার একজন বন্ধু। শিশুটি শুধু বলতে পারছিল বনানী তার মায়ের কাছে যাবে।

কিছুক্ষণের মধ্যেই খুঁজে পাওয়া গেল বাচ্চার অভিভাবককে। রঙিন ভুবনের নায়ক সিয়াম হয়ে গেলেন বাস্তব জীবনের নায়ক।  

আরও পড়ুন- অভিনেত্রী বিপাশা কবিরের বিরুদ্ধে মামলা 

এর মাধ্যমে সাড়া পড়ে গেল তার ফ্যানদের মাঝে, তার বন্ধু-অনুসারীদের মাঝে। ফেসবুকে ঘটনাটি দারুণ সাড়া ফেলেছে। মানিবক সিয়াম আহমেদের প্রশংসায় ভাসছেন সবাই।

পর্দার বাইরেও সিয়ামের অনেক গুণ। একজন শিক্ষিত, মার্জিত, রুচিশীল যুবক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তার সুন্দর মানসিকতারও প্রমাণ দিলেন এবার।

এদিকে সিয়াম আহমেদ অভিনীত ‘দহন’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। কোরবানি ঈদে মুক্তির কথা থাকলেও এটি আসছে অক্টোবরের ৫ তারিখ মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। রায়হান রাফি পরিচালিত এই ছবিতেও সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে। আরও থাকবেন লাক্স সুন্দরী মম।

আরও পড়ুন- বলিউডের সিনেমায় হিরো আলম 

সিয়াম বিজ্ঞাপন, টিভি নাটক, ওয়েব ফিল্ম, মিউজিক ভিডিওর গন্ডি পেরিয়ে চলচ্চিত্রেও তিনি বাজিমাত করেছেন। ‘পোড়ামন-২’ ছবি দিয়ে অভিষেকেই দেখিয়েছেন ক্যারিশমা। নামের পাশে যোগ করেছেন ব্যবসা সফল নায়কের উপমা।

এমএইচ/এসি    

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি