ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আবারও মাইলসে ফিরলেন শাফিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় ব্যান্ড মাইলসে ফিরলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। পুরোনো লাইনআপ নিয়ে শিগগিরই গানের দলটি প্র্যাকটিস শুরু করছে। তাদের পাওয়া যাবে নতুন গান ও কনসার্টেও।

জনপ্রিয় এই ব্যান্ডের দলনেতা হামিন আহমেদ বলেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা দূর হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের আবার একসঙ্গে স্টেজে দেখা যাবে। আমাদের ভক্ত ও দর্শকদের আগের মতো পাশে চাই।
গত বছরের শেষ দিকে জানা যায়, মাইলসের সঙ্গে কোনো কনসার্টে অংশ নিচ্ছেন না এই গানের দলের অন্যতম সদস্য শাফিন আহমেদ। এ ব্যাপারে গত বছরের ডিসেম্বরে মাইলসের অন্য সদস্যদের ব্যাপারে তিনি কিছু অভিযোগ করেন।

তখন তিনি বলেন, ব্যান্ডের সদস্যদের মধ্যে কিছু সমস্যা আছে। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, এসব সমস্যার যদি পুরোপুরি সমাধান না হয়, তাহলে মাইলসের কোনো শোতে আমি অংশ নেব না।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি