ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ঈদে ‘একটি সিনেমার গল্প’র টিভি প্রিমিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক আলমগীর পরিচালিত সাড়া জাগানো সিনেমা ‘একটি সিনেমার গল্প’ এবার ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এই চলচ্চিত্রে আলমগীরের নির্দেশনায় চলচ্চিত্রটির কেন্দ্রীয় একটি চরিত্র কবিতা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তার বিপরিতে অভিনয় করেছেন ঢাকার আরিফিন শুভ। 
সিনেমাটিতে ঋতুপর্ণা-শুভ ছাড়াও আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, হাসান ইমাম, সাবেরি আলম প্রমুখ। আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।
এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজেই। এই সিনেমার জন্য গান তৈরি করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার প্রমুখ। আবহ সংগীতে ছিলেন ইমন সাহা।
আলমগীর পরিচালিত ষষ্ঠ সিনেমা ‘একটি সিনেমার গল্প’। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন—নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ।

উল্লেখ্য, ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি বাংলা নববর্ষ উপলক্ষে চলতি বছরের ১৩ এপ্রিল মুক্তি পায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি