ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

মাহির সঙ্গে তায়েবের রোমান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তার সঙ্গে রোমান্স করবেন অভিনেতা ডিএ তায়েব।  ‘অন্ধকার জগত : দ্য ডার্ক’ নামের একটি সিনেমাতে জুটি হয়ে অভিনয় করছেন তারা।

বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। গত মঙ্গলবারে এর একটি আইটেম গানের দৃশ্য ধারণ করা হয়। এই আইটেম গানের শুটিংয়ে বেশ আবেদনময়ী হিসেবে দেখা গেল মাহিকে। তার সঙ্গে ছিলেন ডিএ তায়েব। গানটিতে মাহির সঙ্গে বেশ রোমান্স করতে দেখা যায় তাকে।
তবে আইটেম গানে এবারই প্রথম নয় মাহি, এর আগেও বেশ কিছু সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘অগ্নি ২’ সিনেমার ‘ম্যাজিক মামনি’।

বদিউল আলম খোকন জানান, গল্পের প্রয়োজনেই অন্ধকার জগতে আইটেম গানটি রাখা হয়েছে।

শুরুর দিকে সিনেমাটির নাম ছিল ‘কাঙাল’। পরে নাম পরিবর্তন করে অন্ধকার জগৎ রাখা হয়। সিনেমাটিতে মাহির মায়ের চরিত্রে অভিনয় করছেন গুলশান আরা। আর মাহি অভিনয়  করছেন গোয়েন্দা পুলিশের চরিত্রে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি