ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

নতুন রূপে দেখা দিলেন ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নতুন রূপে দেখা দিলেন অভিনেত্রী ববি। অভিনয়ে নিজেকে ভাঙতে তার এই পরিবর্তন। ‘বিজলী’ সিনেমার পর কথা দিয়েছিলেন ভিন্ন রূপে হাজির হবেন তিনি। কথা রেখেছেন। ‘বেপরোয়া’ সিনেমার টিজার প্রকাশের পর তা উপলব্ধি করেছে দর্শক।

অ্যাকশনধর্মী এ সিনেমাতে ববি নিজেকে গ্ল্যামার গার্ল হিসেবে তুলে ধরেছেন।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনোযোগ কাড়তে চাই। যেজন্য একই ধাঁচের সিনেমাতে অভিনয় করতে চাই না। ‘বিজলী’র পর চেয়েছি দর্শক নতুন এক ববিকে আবিস্কার করুক। সে ভাবনা থেকেই বেপরোয়া সিনেমাতে অভিনয় করা। আশা করছি, সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’
এরই মধ্যে ‘বেপরোয়া’ সিনেমার নব্বই ভাগ শুটিং শেষ হয়েছে। এতে ববির বিপরীতে দেখা যাবে রোশনকে। রাজা চন্দ পরিচালিত এ সিনেমাতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।

আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি