ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

আজ সেন্সরে যাচ্ছে ‘ক্যাপ্টেন খান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব খান ও বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং শেষ হয়েছে গতকাল শনিবার। আজই সেন্সরে পাঠানো হচ্ছে সিনেমাটি। এ খবর জানিয়েছেন সিনেমাটির প্রযোজক সেলিম খান।

সিনেমাটির এডিটিংয়ের কাজ শেষ হয়েছে আরও আগে। বাকি ছিল শুধু গানের কাজ। শনিবার রাতে কলকাতা থেকে গানগুলোর ফুটেজ আসার কথা ছিল। সিনেমার সঙ্গে গানের ফুটেজ যুক্ত করেই সেন্সরে আজ তা জমা দেওয়া হবে।

‘ক্যাপ্টেন খান’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

তিনি বলেন, ‘দুটো গানের শুটিং করেছি থাইল্যান্ডে। ৬ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত শুটিং করি। গানগুলো যাতে ভালো হয় সেজন্য সময় নিয়েই কাজ করেছি। আমার বিশ্বাস গান, সিনেমা দুটোই দর্শকরা পছন্দ করবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি