ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

জমে উঠেছে জায়েদ-মৌ’র রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি হন চিত্রনায়ক জায়েদ খান ও নবাগত নায়িকা মৌ খান। তাদের অভিনিত নতুন চলচ্চিত্র ‘প্রতিশোধের আগুন’। নতুন এই সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। মোহাম্মদ আসলাম পরিচালিত এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন তারা। বর্তমানে সিনেমার গানের শুটিং চলছে। এর মধ্য দিয়েই ক্লোজ হবে ক্যামেরা। শুটিং-এ অংশ নিয়েছেন জায়েদ-মৌ। যার কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

প্রকাশিত ছবি দেখে বোঝাই যাচ্ছে যে- বেশ জমে উঠেছে জায়েদ-মৌ’র রসায়ন।

এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘মোহাম্মদ আসলাম একজন ভালো নির্মাতা। তার নির্মিত এই সিনেমার গল্প বেশ ভালো। যা আমাকে কাজটি করতে আগ্রহী করেছে। আমার বিপরীতে আছেন মৌ খান। এছাড়া সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকার মতো ভালো শিল্পীরা কাজ করেছেন। দর্শকের মনের মতো একটি সিনেমা হবে বলে আশা করছি।’

মৌ খান বলেন, ‘চলচ্চিত্রে আমি নতুন। সবার কাছে থেকেই শেখার চেষ্টা করছি। ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করছি। কতটুকু পেরেছি তা দর্শকরা ভালো বলতে পারবেন। তবে এর আগে জায়েদ ভাইয়ের সঙ্গে একটি সিনেমাতে কাজ করেছি। এবার ‘প্রতিশোধের আগুন’ সিনেমায় কাজ করলাম।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি