ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মুক্তি পেল ‘চাঁদ কথা’র টাইটেল গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তি পেয়েছে গোলাম আলি জিন্নাহ পরিচালিত চলচ্চিত্র ‘চাঁদ কথা’র প্রথম গান। বৃহস্পতিবার রাতে ‘চাঁদ কথা’ শিরোনামের টাইটেল গানটি প্রকাশ করা হয়।

১৯৭৫ সালের আবহে একটি ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। গানের দৃশ্যায়নে সে চিত্রই ফুটে উঠেছে। নির্জন আজাদ ও মেঘলা মায়ার অভিনয়ে গানটিতে লোক গল্পের গতি খুঁজে পাওয়া গেছে।
টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন, রকার সোহেল ও বিন্দি খান। গানের সুর ও কথা লেখার পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন এমআর খান। একইসঙ্গে পুরো চলচ্চিত্রের চিত্রনাট্যও তারই তৈরি করা। এটি প্রযোজনা করছেন তিনি।
‘চাঁদ কথা’ সিনেমাটি আরও অভিনয় করেছেন, আদিবা ইশরাত, তৃষ্ণা সরকার, নাবিলা আলম, তারা খান, বাবুসহ অনেকে।

শিগগির এটির মুক্তির তারিখ জানানো হবে বলে জানান নির্মাতা।

উল্লেখ্য, ছোট পর্দায় নিয়মিত মুখ নির্জন আজাদ। অসংখ্য জনপ্রিয় টিভি সিরিজে দেখা গেছে তাকে। এবারই প্রথমবারের মতো বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনি। সিনেমার অধিকাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি