ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নকল নিয়ে যা বললেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবি’র ট্রেলার বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পর ছবিটি নিয়ে ‍গুঞ্জন শুরু হয়েছে। তামিল ছবির অনুকরণে ছবিটি তৈরি হয়েছে বলে এমন গুঞ্জন উঠেছে।    

গুঞ্জন উঠেছে যে, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ‘আনজান’ ছবি থেকে নির্মিত হয়েছে  ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। 

এমন গুঞ্জনের প্রতিউত্তরে শাকিব খান গণমাধ্যমকে জানান, ক্যাপ্টেন খান কোনো নকল ছবি নয়। তবে এটা রিমেক ছবি। একটি তামিল ছবির গল্প বেজ করে ক্যাপ্টেন খান নির্মাণ করা হয়েছে।

তিনি আরো জানান, রিমেক ছবিও কিন্তু অনেক সময় আসল ছবিকে ছাড়িয়ে যায়। আপনারা সালমান শাহ’র কেয়ামত থেকে কেয়ামত ছবির কথাই ধরুন। সে ছবিটিও কিন্তু রিমেক । অথচ আসল ছবির চেয়ে সালমান শাহ’র ছবিই কিন্তু বেশি ভালো হয়েছে।

আমি বিশ্বাস করি ক্যাপ্টেন খান রিমেক হলেও ওয়াজেদ আলী সুমন আসল ছবির চেয়ে ভালো বানিয়েছেন। ছবিটির আয়োজনও ভালো ছিল।  দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখলেই বোঝতে পারবেন।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার  ‘ক্যাপ্টেন ছবি’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিটি এখন সেন্সরে রয়েছে। এ ছবির মাধ্যেমে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করেছেন মিশা সওদাগর ও শাকিব খান। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী।     

এমএইচ/এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি