ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

লোকমুখে প্রচলিত ঢালিউডের সবচেয়ে সুন্দরী চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নিয়মিত না থাকলেও আলোচনায় থাকেন সব সময়। এবছর ঈদে তার কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে প্রতিবছরের মত এবারও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)-তে কোরবানি দিবেন এই নায়িকা। এবার পরী কোরবানি দিচ্ছেন তিনটি গরু।

গত রবিবার দিবাগত রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার হাট থেকে তিনি গরুগুলো কিনেছেন। সেই গরুগুলোর ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে সবাইকে জানান দিলেন যে-এবারও তিনি বিএফডিসিতে কোরবানি দিচ্ছেন।
২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমকে দেন পরীমণি। গত বছরও এফডিসিতে দুটি গরু কোরবানি দেন নায়িকা। শুধু তাই নয়, অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে ঈদের দিনটি উদযাপন করেছেন এবং নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন।
এফডিসিতে কোরবানি দেওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি