ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

অনেকেই আমাকে উৎসবকন্যা বলে ডাকে: বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:১৪, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। বুবলী মানে হিট ছবি। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। ঈদসহ বাঙালির যেকোনো উৎসবে বুবলীর ছবি দর্শকদের মাঝে আলাদা আকর্ষণ সৃষ্টি করে।

এবারের ঈদেও রয়েছে বুবলীর সরব উপস্থিতি। মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনিত `ক্যাপ্টেন খান` ছবিটি। আর এতে এই সুদর্শনীর নায়ক যথারীতি সুপারস্টার শাকিব খান।

এ বিষয়ে এ লাস্যময়ী বলেন, গত তিন বছর পরপর ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছে। এটি সত্যি অনেক ভালোলাগার একটা ব্যাপার। ঈদে খুশিটা যেমন থাকে সেই সঙ্গে ছবি মুক্তির ব্যাপারটাও থাকে। সবকিছু মিলিয়ে বলবো অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। এ জন্য অনেকে উৎসবকন্যা নামও দিয়েছে।

গত ঈদে বুবলী অভিনিত দুটি ছবি মুক্তি পেয়েছিল। সেগুলো হচ্ছে-বরিশাইল্যা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়া এবং সুপারস্টার। ওই ছবি ছবিতেও বুবলীর নায়ক ছিলেন শাকিব খান। ছবি দুটি হিট হয়েছিল।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি