ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ঈদে ভুলে ভরা গল্প নিয়ে মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

উৎসবে পর্দায় চিত্রনায়িকা মৌসুমীর উপস্থিতি আলাদা আনন্দ যোগ করে দর্শকদের মাঝে। এবারের ঈদুল আযহায়ও এই সুদর্শনী নিয়ে আসছে দুই দুটি টেলিফিল্ম। এর একটি ‘ভুলে ভরা গল্প’ও অন্যটি ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’।

 ‘ভুলে ভরা গল্প’প্রচার হবে চ্যানেল আইতে। এটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ ও পরিচালনা করেছেন আরিফ খান।

‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণ চক্রবর্তী দীপু। এটিও একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে মৌসুমী জানিয়েছেন।

দুটি টেলিফিল্মের গল্পই সমসাময়িক বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘টেলিফিল্মগুলোর গল্পের কারণেই আমি অভিনয় করেছি। নির্মাতারা ভালো ছিলেন। আশা করি দুটি কাজই দর্শকদের পছন্দ হবে।’

 ‘স্টার নাইট’নামে একটি টিভি অনুষ্ঠানেও অংশ নিয়েছে এ নায়িকা। অনুষ্ঠানটি মাছরাঙা টিভিতে প্রচার হবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি