ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘বেপরোয়া’ ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের ব্যস্ততম নায়িকাদের একজন ববি হক। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বেপরোয়া’ সিনেমা। ঢাকার বাইরে মাত্র একটি প্রেক্ষাগৃহে চার কোটি টাকা বাজেটের এ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ কারণে কিছুটা হতাশ নায়িকা। তবে শিগগিরই বড় পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন ববি।

‘বেপরোয়া’ সিনেমার গানের কিছু অংশের শুটিং বাদ থাকার কারণে তড়িঘরি করে কাজ শেষ করতে হয়েছে। তাই সিনেমাটির প্রচারে খুব একটা সময় পাননি ববি। তবে যতটুকু সময় পেয়েছেন, নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন।

গত ২০ আগস্ট সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ববি মনে করেন, দর্শক এখন যেমন সিনেমা দেখতে চায় ‘বেপরোয়া’ ঠিক তেমনই একটি চলচ্চিত্র।

এ বিষয়ে ববি বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এটি নির্মাণের সময় থেকেই দর্শকদের বেশ আগ্রহের কেন্দ্রে ছিল। আর এটা একদমই ঈদের সিনেমা। দর্শক এখন যেমন সিনেমা দেখতে চায় বেপরোয়া ঠিক তেমনই।’

তিনি আরও বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি পেলে খুব চিন্তা হয়, আবার উত্তেজনাও থাকে। সিনেমাটি দর্শকদের ঈদের আনন্দ দ্বিগুণ করে দেবে।’

এ সিনেমাতে ববির সহশিল্পী হিসেবে কাজ করেছে জিয়াউল হক রোশান। সহশিল্পী রোশান সম্পর্কে ববি বলেন, ‘ও খুব ভালো কাজ করেছে। এ সিনেমাতে ওকে পারফেক্ট হিরো হিসেবে দেখবে দর্শক।’

সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, তাদের বিজনেস পলিসির অংশ হিসেবে সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র একটি হলে মুক্তি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে ববি বলেন, ‘একটা ঈদ যাবে, আর জাজের সিনেমা থাকবে না, তা তো হয় না! সেজন্য একটি হলে মুক্তি দিয়েছে। ঈদের দুই কিংবা তিন সপ্তাহ পর সারাদেশে বেপরোয়া চলবে। তখন ব্যবসায়ের হিসেব পাল্টে যাবে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি