ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘দেবী’র প্রথম গানের ভিডিও ভাইরাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বড়পর্দায় আসছেন মিসির আলি। হুমায়ুন আহমেদের সেই মিসির আলি। এতদিন জয়াকে দর্শক অভিনেত্রী হিসেবেই চিনতেন। এবার অভিনেত্রীর পাশাপাশি তাকে এক অন্য ভূমিকায় দেখবেন দর্শক। জয়া এবার প্রযোজক। জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম প্রযোজনা ‘দেবী’।
এরই মধ্যে মুক্তি পেল ‘দেবী’ সিনেমার প্রথম গান ‘দোয়েল পাখি কন্যা রে’। গানটি গেয়েছেন মমতাজ। রাকিব হাসান রাহুল গানের কথা লিখেছেন। সুর এবং সঙ্গীতের দায়িত্ব সামলেছেন প্রীতম হাসান।
এই সিনেমা পরিচালনা করেছেন অনম বিশ্বাস। মিসির আলির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। জয়া থাকছেন ‘দেবী’ গল্পের রানুর ভূমিকায়।  
জয় বলেন, হিমু বা মিসির আলি খুবই আইকনিক চরিত্র। আমাদের মনের কাছের, প্রাণের কাছের। খুব পাওয়ারফুল চরিত্র। আমার মনে হয় চঞ্চল জাস্টিস করতে পেরেছেন। ফার্স্ট লুকের পরই প্রচুর সাড়া পেয়েছি। আমারও রানু চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু কেউ করছিলেন না। আমিই সাহস করে করলাম।

গানের ভিডিও :


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি