ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে পরী-আরজুর গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৬, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা তার নাম প্রেম, এক সময়ের অসম্ভব জনপ্রিয় এই গানটি সালমান শাহ অভিনীত জীবন সংসার ছবির। সেই গানটিকেই আবার পর্দায় তুলে ধরছেন পরিচালক শামীমুল ইসলাম। তার নতুন ছবি `আমার প্রেম আমার প্রিয়া`তে নতুনভাবে যুক্ত করা হয়েছে গানটি। ছবিটিতে অভিনয় করেছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি ও আরজু।   

আজ বৃহস্পতিবার ছবিটির গান `পৃথিবীতে সুখ বলে` প্রকাশ করা হয়েছে। গানটি প্রথমে বাংলা চলচ্চিত্রের চিরসবুজ অভিনেতা সালমান শাহ ও শাবুনর অভিনয় করেছিলেন। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন। 

এবার গানটি নতুন করে ব্যবহার করা হয়েছে `আমার প্রেম আমার প্রিয়া` ছবিতে। গানের পুরো দৃশ্যায়ন হয়েছে সালমান শাহ`র নিজ শহর সিলেটে। আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। মূলত তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ `আমার প্রেম আমার প্রিয়া` ছবিটির এ গানটি প্রকাশ করা হয়েছে। 

এ বিষয়ে পরিচালক শামিম বলেন, অনেকটা হঠাৎ করেই এ সিদ্ধান্তটা নেয়া। আমরা ছবির শুরুতেই সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে গানটি ব্যবহারের বিষয়টি উল্লেখ করেছি। আমরা চাই সবার প্রিয় নায়ক সালমান শাহর স্মৃতি সবসময় অমলিন হয়ে থাকুক। সেই প্রয়াস থেকেই গানটি নতুন করে ব্যবহার করেছি।

`আমার প্রেম আমার প্রিয়া` ছবিটি আগামী ৫ অক্টোবর দেশব্যাপী মুক্তি পেতে পারে। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজসহ আরও অনেকে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি