ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

আজীবন সদস্য সম্মাননা পেলেন অঞ্জু ঘোষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী অঞ্জু ঘোষকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সর্বোচ্চ সম্মাননা আজীবন সদস্যপদ প্রদান করেছে। এ অভিনেত্রী দীর্ঘ ২২ বছর পর স্বভুমিতে এসেছেন। তাই ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই অভিনেত্রীকে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে যান।

আজ রবিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ ঘোষণা দেন। 

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি এত বছর পর তার সিনেমার সহঅভিনেত্রীকে দেখে আবেগতাড়িত হয়ে ওঠেন। সেখানে কথা বলেন সমিতির সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। উপস্থিত ছিলেন খল-অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা সুব্রতসহ আরও অনেকে।

এ সময় সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের মধ্যে তিনটি ভাগ রয়েছে। প্রথম স্তর আজীবন সদস্য, দ্বিতীয় স্তর পূর্ণ সদস্য এবং তৃতীয় হলো সহযোগী সদস্য। এ ক্ষেত্রে কিংবদন্তিতুল্য শিল্পীরাই সাধারণত আজীবন সদস্যপদ পেয়ে থাকেন। এটা হচ্ছে একজন শিল্পীর প্রতি সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা প্রদর্শনের বিষয়।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি