ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

নতুন কিছুর অপেক্ষায় বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শবনম বুবলী। ঢালিউডের একমাত্র নায়িকা যিনি এখনও পর্যন্ত একজন নায়ককে নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন। একের পর এক সিনেমাতে কাজ করে যাচ্ছেন হালের এই নায়িকা। তবে শুধুমাত্র ঢাকাই চলচ্চিত্রের কিংখ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে।

সবশেষ ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ সিনেমাতে দেখে গেছে তাকে। সামনে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন আরেকটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে বুবলীর।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সত্যি বলতে এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি আমি করব এটা চূড়ান্ত হয়েছে। বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। কাহিনীটা আমার কাছে আলাদা মনে হয়েছে বলে ‘হ্যাঁ’ বলেছি। এখন আমি ভিন্ন কিছু ছাড়া কাজ করতে চাই না।’

বুবলী অভিনীত নতুন এ সিনেমাতেও অভিনয় করবেন শাকিব খান। এটি পরিচালনা করবেন শাহীন সুমন।

বুবলী এ পর্যন্ত মোট সাতটি সিনেমাতে অভিনয় করেছেন। প্রতিটি সিনেমাতেই বেশ ভালো সাফল্য পেয়েছেন। এর আগে শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’সহ ৭টি সিনেমায় অভিনয় করেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি