ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

চমকের অপেক্ষায় মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। শুধু ঢালিউডে বললে ভুলই হবে, কলকাতাতেও তিনি সমান জনপ্রিয়। সর্বশেষ তার অভিনীত ‘সুলতান নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। সম্প্রতি ‘সাপলুডু নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা।

নতুন এ সিনেমা প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘এমন গল্পের একটি চলচ্চিত্রই খুঁজছিলাম। সম্পূর্ণ অ্যাকশন ধাঁচের সিনেমা এটি। অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমি এবং আরিফিন শুভ ছাড়াও অনেক গুণী শিল্পী থাকছেন এ সিনেমায়। সব মিলিয়ে দারুণ একটি কাজ করতে যাচ্ছি আমরা। সিনেমার পরিচালক গোলাম সোহরাব দোদুল ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’

সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে মিম বলেন, ‘একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করব। দর্শকদের জন্য এটা একটা চমক বলা যায়। তাই আগেই কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি, এর আগে আমি এমন চরিত্রে অভিনয় করিনি। আমি চাই দর্শক হলে গিয়ে নতুন চমক দেখুক। এটা নিশ্চিত যে এ সিনেমাতে দর্শক আমাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন।’

মিম বর্তমানে বড় পর্দায় কাজ করলেও একটা সময় ছিল যখন টিভি মিডিয়ায় খুব বেশি দেখা গেছে তাকে। কিন্তু বর্তমানে ছোট পর্দায় খুব একটা দেখা যায় না তাকে।

এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যস্ত থাকার কারণে টিভি মিডিয়ায় কাজ করার সময় পাই না। তবে এ মাধ্যমে কাজ একেবারেই ছেড়ে দেইনি। সিনেমার ব্যস্ততা কমলে নাটকেও হয়তো অভিনয় করতে পারি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি