ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ফ্যাশন হাউজ খুলছেন মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সিনেমায় তিনি বেশ সফল তারকা। এবার তিনি মনযোগী হচ্ছেন ব্যবসায়। নিজের ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন ঢালিউডের এ অভিনেত্রী। তার ফ্যাশন হাউজের নাম দেওয়া হয়েছে ‘ভারা’।

আগামী ২৭ অক্টোবর মাহির জন্মদিন। এই দিনেই তার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এমনটি জানিয়েছেন মাহি নিজেই।

এ বিষয়ে মাহি বলেন, ‘আমার পরিবার বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি নিয়ে খুব আগ্রহী। আমিও তাই সাড়া দিলাম। এমনিতে ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি স্বপ্ন ছিল। এবার সেটা পূরণ করতে যাচ্ছি। তাছাড়া এখন খুব বেছে বেছে কাজ করছি। হাতে সময় আছে। তাই সেই সময়টা অবহেলায় না কাটিয়ে ব্যবসাতে কাজে লাগাতে চাই।

মাহিয়া মাহি এর আগে ‘স্করপিওন’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন। সেখান থেকে সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে সে পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয়নি। পরে অনলাইন শপের ব্যবসা শুরু করলেও ছয় মাস পর তা বন্ধ করে দেন নায়িকা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি