ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

‘আমার এ্যালবাম’-এ আজকের অতিথি বন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আজ একুশে টিভিতে প্রচার হবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান `আমার এ্যালবাম’। অনুষ্ঠানের ৭১তম পর্বে আজকের অতিথি রবীন্দ্র সংগীতের স্বনামধন্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

তিনি রবীন্দ্র সংগীতের বিবিধ অজানা দিকগুলো নিয়ে আলোচনা করবেন এবং পাশাপাশি ছয়টি গানের মধ্যে তিনটি অপ্রচলিত অর্থাৎ সচারাচর যে গানগুলো শিল্পীরা কম গেয়ে থাকেন সেগুলো দর্শকদের গেয়ে শোনাবেন।

অনুষ্ঠানটি নির্মাণ করেছেন প্রযোজক রঞ্জন মল্লিক। এটি আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে।

প্রযোজক রঞ্জন মল্লিক জানান, ‘আজ ‘আমার এ্যালবাম’র ৭১তম পর্ব প্রচার হবে। আমরা আশা করি, রবীন্দ্র সংগীতের অগনিত শ্রোতা, শিক্ষার্থী, শিল্পী ও ভক্তরা আজকের পর্বটি দেখে মুগ্ধ হবেন।

তিনি আরও বলেন, ‘রেজওয়ানা চৌধুরী বন্যার এই বিশেষ পর্বটি থেকে রবীন্দ্রনাথ ও তার গান সম্পর্কে নানাবিধ তথ্য জানতে পারবে দর্শক।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি