ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হাতে বাবার গিটার, কণ্ঠে বাবার গান, চোখে অশ্রু আনাফের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। তার ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। এবার তিনি দর্শকদের আহ্বানে মঞ্চে গান করেছেন। তার সঙ্গে গলা মিলিয়েছেন বাচ্চুর মেয়ে ফায়রুজ সাফরা।  এই প্রথম চট্টগ্রামে বাচ্চুকে ছাড়া গান করলো এলআরবি।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি অচেনা হলে’ গানটি গেয়ে শোনান আনাফ তাজোয়ার আইয়ুব। এসময় তিনি বলেন, আপনারা সবাই এমনভাবে উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারে। আপনাদের কাছ থেকে শুধু আমার বাবার জন্য দোয়া চাই।

মেয়ে ফায়রুজ সাফরা বলেন, বড় অসময়ে আমার বাবা চলে গেলেন। আপনারা এমনভাবে গাইবেন যেন আমার বাবা শুনে বলে- আমি এই তো আছি, তোমাদের সঙ্গে আছি।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি