ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

জন্মদিনে স্বপ্নপূরণের গল্প শুনাবেন মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়দর্শিনীখ্যাত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ৩ নভেম্বর তার জন্মদিন। প্রতিবারই তিনি নিজের পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করে থাকেন। তবে এবারের জন্মদিনটি বিশেষ একটি কারণে একটু অন্যরকম ভাবে উদযাপন করতে যাচ্ছেন তিনি। জন্মদিনের সন্ধ্যায় শুধুই সাংবাদিকদের নিয়ে বিশেষ একটি আয়োজন করছেন অভিনেত্রী।

চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়িকা মৌসুমী বলেন, ‘একটি বিষয় নিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হতে যাচ্ছে। তাই বিশেষ সেই স্বপ্ন কিংবা সারপ্রাইজ নিয়ে আমার আগামী জন্মদিনে সবার সামনে উপস্থিত হচ্ছি। আল্লাহর রহমত থাকলে এবং সবার দোয়া থাকলে সেদিন সাংবাদিকদের সামনে আমার সেই স্বপ্নপূরণের গল্প শুনাব। আমার বিশ্বাস সেই গল্প সবার ভালো লাগবে এবং নতুনভাবে আমাকে সেদিন যারা আবিষ্কার করবেন নিশ্চয়ই তাদের ভালো লাগবে।’

মৌসুমী আরও বলেন, ‘বিকেলে আমার ফ্যান ক্লাবের আয়োজনে আমার ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটাব। আমার ভক্ত দর্শকের কারণেই কিন্তু আমি আজকের মৌসুমী। তাই ভক্তদের আমি কখনোই হতাশ করতে চাই না। তাদের আয়োজনকে আমি সবসময়ই সম্মান করি।’

এদিকে মৌসুমী অভিনীত দুটি সিনেমা পরপর দু সপ্তাহে মুক্তি পেয়েছে। একটি একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ এবং অন্যটি ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। মৌসুমী অভিনীত শ্রাবণ চক্রবর্তী দিপু পরিচালিত ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মটি রয়েছে প্রচারের অপেক্ষায়। এরমধ্যে তিনি শেষ করেছেন রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ সিনেমার কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ওমরসানী, শাকিব খান, ববিসহ আরও অনেকে। এ ছাড়া আপাতত নতুন কোনো কাজ করছেন না তিনি। অপরদিকে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত প্রথম সিনেমা ‘রাত্রির যাত্রী’ মুক্তি পাবে ১৪ ডিসেম্বর।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি