ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

ছোট পর্দায় পরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুভমুক্তি’। এতে আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরীমনি। মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন নন্দিতা হূদি এবং পরিচালনা করছেন জান্নাতুল ফেরদৌস ইতি।

অনুষ্ঠানটি সম্পর্কে পরী বলেন, ‘চিত্তবিনোদনের জন্য অনেকেই হলে গিয়ে সিনেমা দেখে থাকেন। আবার অনেকেই যে চলচ্চিত্রটি দেখবেন সে সম্পর্কে আগে থেকে ধারণা থাকে না। এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মুক্তি পাওয়া চলচ্চিত্রের খুটিনাটি তথ্য আগে থেকেই জেনে নেওয়া যায়। দেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এ ধরনের আয়োজন ভালো ভূমিকা রাখবে বলে আশা করছি।’

অনুষ্ঠানটি আজ দুপুর ১২টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি