ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

প্রেক্ষাগৃহে বাপ্পী-সুস্মির ‘আসমানী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার নায়ক বাপ্পী চৌধুরী এবং গ্রামীণফোনের মডেল হিসেবে পরিচিতি পাওয়া সুস্মি রহমান অভিনীত প্রথম সিনেমা  ‘আসমানী’। সিনেমাটি পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন।

‘আসমানী’ সিনেমায় ‘আসমান’ চরিত্রে দেখা যাবে বাপ্পীকে। আসমান ঢাকায় আসে একটি নারীর খোঁজে। রিক্সা থেকে শুরু করে সিএনজি অটোরিক্সা চালক হিসেবে দেখা যাবে তাকে। কাউকে খোঁজার জন্য রিক্সা সিএনজি বেঁছে নিয়েছে সে।

এদিকে সিনেমাটি নিয়ে শতভাগ আশাবাদী বাপ্পী। তিনি বলেন, ‘সিনেমাটি বিখ্যাত একজন কবির রচনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে। আর নির্মাতা, শিল্পী আর কলাকুশলীরা বেশ ভালো করেছে, করার চেষ্টা করেছেন। আশা রাখি সবার ভালো লাগবে।’

অপরদিকে নায়িকা সুস্মি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমরা পল্লীকবি জসীম উদ্দীনের ‘আসমানী’ জানি। সেই জায়গা থেকে আমার জন্য এটি বড় একটি প্রাপ্তি যে, এই নামটার সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। আমাদের গল্পটা সুন্দর। গুণী অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরেছি। বাপ্পী চৌধুরী এ সময়ের প্রতিষ্ঠিত একজন নায়ক। তার সঙ্গে কাজ করতে পেরেছি ভালো লাগছে।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ অক্টোবর বাপ্পী অভিনীত ‘নায়ক’ সিনেমা মুক্তি পেয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি