ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

শাহরুখের দিওয়ালি পার্টিতে তারার মেলা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:২২, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিওয়ালি ঘিরে উদযাপন শুরু হয়ে গেছে। রাত পোহালেই শুরু ভূত চতুর্দশী। কোথাও আবার কাল পালিত হবে ধনতেরস।

তার আগে , বলিউড `বাদশা` কিং খানের বাড়িতে আয়োজিত হয় দিওয়ালির বিশেষ পার্টি। পার্টিতে ঝলমলে উপস্থিতি ছিলেন একাধিক বলিউড তারকা।

শাহরুখের বাড়ির ওই দিওয়ালি পার্টিতে আলিয়া ছাড়াও আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে গোটা পার্টিতে সিদ্ধার্থকে এড়িয়ে চলেন আলিয়া।

অনুষ্ঠানে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফও। শাহরুখের `জিরো` ছবির এই কোস্টার এদিন সেজেছিলেন কালো পোশাকে। দিওয়ালি পার্টির অন্যতম মধ্যমণি ছিলেন কাজল।

অতিথি আপ্যায়নে কোনও ক্রটি রাখতে নারাজ ছিলেন শাবরুখ ও তাঁর স্ত্রী গৌরী। দুজনকেই এদিন ঝলমলে পোশাকে দেখা গেছে।

পার্টিতে স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে হাজির হন অভিনেত্রী বিদ্যা বালান। পার্টিতে শিল্পাও উপস্থিত ছিলেন।

বলিউডের পরবর্তী জেনারেশনকেও এই পার্টিতে দেখা গেল। সইফ কন্যা সারা আলি খানের সঙ্গে এদিন পার্টির মেজাজে মেতে ওঠেন শাহরুখ কন্যা সুহানা।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি