ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

মিমের ‘সাপলুডু’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিদ্যা সিনহা মিম। তার অভিনীত গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নতুন সিনেমা ‘সাপলুডু’। এরই মধ্যে ঢাকার অদূরে মানিকগঞ্জে সিনেমাটির বেশকিছু অংশের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এতে মিমের বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ।

শুটিং প্রসঙ্গে মিম বলেন, ‘যেহেতু নির্মাতা গোলাম সোহরাব দোদুলের এটি প্রথম সিনেমা, তাই তিনি চেষ্টা করেছেন মেধার সর্বোচ্চটা দিয়ে এটি নির্মাণ করতে। সিনেমার সঙ্গে সংশ্নিষ্ট প্রত্যেকেই চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। তবে সিনেমাতে নিজের অভিনীত চরিত্র নিয়ে আমি বেশ সন্তুষ্ট। অন্তত এটা নিঃসন্দেহে বলতে পারি- দর্শক এই চলচ্চিত্রে নতুনরূপে আমাকে আবিস্কার করতে পারবেন।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত সিনেমা ‘দাগ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা বাপ্পী চৌধুরী। এটি পরিচালনা করেছেন তারেক শিকদার।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি