ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

বিয়ে করতে ইতালি যাওয়ার আগে যা বললেন দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনে প্রণয়ের কথা কারোরই অজানা নয়। গাঁটছাড়া বাধার পাকা সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তাঁরা।

১৪ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। প্রথম দিন দক্ষিণী মত অনুযায়ী বিয়ে সারবেন।

১৫ নভেম্বর হবে তাঁদের সিন্ধি মতে বিয়ে। বিয়ে উপলক্ষে এবার ইতালিতে পাড়ি দিলেন বলিউডের এই জুটি।

ইতালিতে যাওয়ার আগে দীপিকা গণমাধ্যমকে বলেন, সব মেয়ের মতো বিয়ে আমার জীবনেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন কোনো সিনেমায় সই করার আগে যতটা উত্তেজিত থাকি, ঠিক তেমনই লাগছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ১০ নভেম্বরই ইতালিতে উড়ে যাওয়ার কথা ছিল রণবীর-দীপিকার। সেই অনুযায়ী সকাল সকাল মুম্বাই বিমানবন্দরে পাড়ি দেন তাঁরা।

রণবীর, দীপিকার বিয়ে নিয়ে যেমন উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা, তেমনি বলিউড `খলজি`-ও খুশিতে একেবারে ঝলমল করে ওঠেন। 

আর সেই কারণেই মুম্বাই বিমানবন্দরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রণবীরকে দেখে বেজে ওঠে `দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে`-র সেই বিখ্যাত গান `মেহন্দি লাগাকে রাখনা`।

ভিডিওটি লক্ষ করতে দেখতে পাবেন, প্রথমে মুম্বাই বিমানবন্দরে এসে হাজির হন রণবীর সিং। তাঁর পরনে ছিল সাদা রঙের পোশাক।

রণবীরের পর পরই সেখানে আসেন দীপিকা।  সাদা রঙের পেন্সিল স্কার্টে `পদ্মাবতী`-কেও লাগছিল অসাধারণ। 

রণবীর-দীপিকার আসা নিয়ে উচ্ছ্বসিত ছিল পাপারাতজিও। সেই কারণেই বিমানবন্দরে ঢোকার আগে পাপারাত্জির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তবেই সেখান থেকে বিদায় নেন।

এদিকে বেশ কিছুদিন ধরে বিপর্যয়ের সম্মুখীন ইতালির বেশ কিছু অংশ। ভেনিস সহ সে দেশের একাধিক দর্শনীয় স্থান জলের তলায়।  ফলে, লেক কোমো শহরের কী অবস্থা, তা নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করে সিং এবং পাডুকন পরিবারে।

এমনকি, রণবীর, দীপিকার বিয়ে শেষ পর্যন্ত নির্ধরিত জায়গায় হবে কি না, তা নিয়েও চিন্তায় পড়ে যান দুই সেলিব্রেটির পরিবার। কিন্তু, অবশেষে সব ধ্বন্দ কাটিয়ে বিয়ের জন্য ইতালিতে উড়ে যান রণবীর সিং এবং দীপিকা পাডুকন। 

জানা যাচ্ছে, বলিউডের এই জনপ্রিয় সেলে জুটির বিয়েতে হাজির থাকবেন মাত্র ৩০ জন।  পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই একান্তে `ডেস্টিনেশন ওয়েডিং` সারবেন তাঁরা।

এমনকি তাঁদের বিয়েতে যাঁরা হাজির হবেন, তাঁরা কেউ মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন না বলে খবর। বিয়ের মুহূর্তগুলিকে একান্ত ব্যক্তিগত করে রাখতেই রণবীর-দীপিকা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

সূত্র : জিনিউজ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি