ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নির্মাতা আমজাদ হোসেন হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নির্মাতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরে অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।
৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব একাধারে পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি