ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

মিলার ফিরে আসা

প্রকাশিত : ১৩:০৮, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কণ্ঠশিল্পী মিলা। বিচ্ছেদ, মামলা, ব্যক্তিগত ঝামেলা নিয়ে বেশ কিছুদিন সঙ্গীতের বাইরেই ছিলেন তিনি। এবার সব কিছু ঝেড়ে আবারও সঙ্গীত ভুবনে ফিরলেন এই তারকা। দুই বছরের বিরতি শেষে গত ৪ মার্চ গাজীপুর জেলা স্টেডিয়ামে প্রথম মঞ্চে ওঠেন তিনি।

এছাড়া ৮ মার্চ খুলনা ও ১১ মার্চ বরিশালের বেলস পার্কে আয়োজিত কনসার্টেও অংশ নেন মিলা। এরপর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের কনসার্টে অংশ নেন মিলা।

শিল্পী সূত্রে জানা গেছে, মার্চ ও এপ্রিলে আরও একাধিক স্টেজ শোতে অংশ নেবেন তিনি। ১৯ মার্চ কুমিল্লা টাউন হল মাঠে, ২৩ মার্চ ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক, ২৯ মার্চ রাজশাহী জেলা স্টেডিয়াম ও ২ এপ্রিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ বিষয়ে মিলা বলেন, ‘গানে ফিরে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। শ্রোতারাও ভালোবাসা দিয়ে আমাকে বরণ করেছেন। তাই সব অভিমান ভুলে নিয়মিত গাইতে চাই।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি