ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ব্যবসায় নামছেন ক্যাটরিনা

প্রকাশিত : ১২:৪৮, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের অসাধারণ অভিনয় দিয়ে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। এবার তিনি নতুন রূপে ধরা দিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করছেন তিনি।

এ বিষয়ে ক্যাটরিনা জানান, প্রসাধনী ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর এই ব্যবসার জন্য তিনি দুই বছর ধরে কাজ করে যাচ্ছেন। চলতি বছরের শেষের দিকে ক্যাটরিনা তার প্রসাধনী কোম্পানির উদ্বোধন করবেন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘আমি রূপসজ্জার প্রসাধনী সম্পর্কে বাজার ঘুরে পর্যবেক্ষণ করেছি। সেই পর্যবেক্ষণ থেকে দুই বছর ধরে কসমেটিক্স সামগ্রীর ওপর কাজ করেছি। আমার সঙ্গে একজন পার্টনার আছেন। তিনি এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমি এরকম একটি প্রসাধনী পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা আরম্ভ করতে যাচ্ছি, এটা আমার জন্য আনন্দদায়ক বিষয়।’

প্রসঙ্গত, ক্যাটরিনা এখন তার প্রসাধনী কোম্পানির নামকরণ নিয়ে কাজ করছেন। কোম্পানিটি খোলার সব ধরনের প্রক্রিয়া শেষ। সেটি চূড়ান্ত হলে চলতি বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ক্যাটের প্রতিষ্ঠান।

এদিকে ক্যাটরিনা ‘ভারত’ সিনেমার প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত। সিনেমাটিতে তিনি জুটি বেঁধেছেন সালমান খানের সঙ্গে। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমাটি আগামী ৫ জুন মুক্তি পাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি