ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

(ভিডিও দেখুন)

সানি লিওনকে গুলি করার ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৩:৪৪, ২৯ জুন ২০১৯ | আপডেট: ১৪:৫০, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

আলোচিত তারকা সানি লিওন। প্রতিনিয়ত তিনি নিজেকে ভাঙছেন। জীবনের কঠিন সময় অতিক্রম করে আজ তিনি বড় তারকা। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- সানির সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি সোজা তাকে গুলি করছেন। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঠিক সেই সময় উপস্থিত সকলে দৌঁড়ে যান তার কাছে। কিন্তু সানি উঠলেন কি না, তা আর জানা যায়নি।

ভিডিওটি শেয়ার করা হয়েছে সানির সোশ্যাল ওয়ালে। আর প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

আসলে ‘কোকোকোলা’ সিনেমার শুটিং করছিলেন সানি। তারই একটি মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন তিনি। ভিডিও দেখে শুটিং মনে হলেও আতঙ্কিত হয়ে পড়েন সানির ভক্তরা। অনেকে চিন্তিত হয়ে পড়েন যে- সানি সুস্থ রয়েছেন কি না। পরে অবশ্য আরও একটি ভিডিয়ো শেয়ার করেন সানি। সেখানে দেখা যায় সুস্থ রয়েছেন অভিনেত্রী।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘কাজের ব্যাপারে আমি সব সময় নতুন কিছু শিখতে পছন্দ করি। সেটাই আমাকে অভিনেতা হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে।’

তেমন ভাবেই সিনেমার প্রোমোশনে নতুন কিছু করতে সব সময়ই পছন্দ করেন সানি। তার সাম্প্রতিক ভিডিও দেখে এটাই মনে হচ্ছে।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি