ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এবার মোশাররফের ‘সেই রকম বাকি খোর’

প্রকাশিত : ১২:৩১, ৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেতা মোশাররফ করিম। ভিন্ন ভিন্ন চরিত্রে তার উপস্থিতি দর্শক বেশ উপভোগ করেন। তিনিও নিজেকে এমন ভাবে উপস্থাপন করেন যে একটি চরিত্রের সঙ্গে অন্যটির মিল থাকে না। আর এখানেই অভিনেতার বিশেষ বৈশিষ্ট। তার অভিনিত ‘সেই রকম চা খোর’, ‘সেই রকম ঝাল খোর’, ‘সেই রকম পান খোর’, ‘সেই রকম ঘুষ খোর’, ‘সেই রকম কাচ্ছি খোর’ দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

এই নাটকগুলোতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার সেই দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে আবারও নির্মিত হয়েছে সিক্যুয়াল নাটক ‘সেই রকম বাকি খোর’।

আগের নাটকগুলোর মতো এবারও নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন মারুফ মিঠু। এ নাটকে মোশাররফ করিমের চরিত্রের নাম ইসহাক। এই ছেলেটি নেশার মতো বাকি খায় সব জায়গায়। বিয়ের দেনমোহর থেকে শুরু করে রিকশা ভাড়া পর্যন্ত বাকি রাখে সে। এমন একটা পরিস্থিতি তৈরি করে যে তাকে বাকি না দিয়ে আর কোনো উপায় থাকে না। এমন একটি গল্প নিয়েই নাটকটি তৈরি হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্পটাই এমন যে, দর্শক যখন দেখবেন তখন বেশ আনন্দ পাবেন।’

নাটকটি আগামী কোরবানির ঈদের জন্য নির্মাণ করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি