ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিতাবাঘের সঙ্গে ছবি তুলে তোপের মুখে কৃতী স্যানন

প্রকাশিত : ১৩:২১, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ১৩:২১, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম নায়িকা কৃতী স্যানন। তিনি সম্প্রতি বাহবা পাওয়ার জন্য চিতাবাঘের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন। কিন্তু বাহবার বদলে তার সমালোচনা করা হয়েছে।

সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার জাম্বিয়ায় বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়েছেন। সেখানে ভাগ্যক্রমে দেখা পান দুটি চিতাবাঘের। তাদের গলায় বকলস বেঁধে ছবি তোলেন কৃতী।

পরে সে ছবিগুলোকে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশন দিয়েছেন, ‘চিলিং লাইক এ ভিলেন।’

তবে এ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কঠিন সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

অনেকে এ বিষয়টিকে অমানবিক বলে চিহ্নিত করছেন। বন্য পশুকে মাদক খাইয়ে পোষা কুকুরের মতো তাদের সঙ্গে এই ভাবে আচরণ করা অমানবিক।

পর্যটক টানতে কতিপয় লোক এই কাজ করে থাকে। কৃতির মতো সেলেব্রিটিদের তাদের এভাবে প্রোমোট করা উচিত নয়।

উল্লেখ্য, কৃতী স্যাননকে দলজিত্ দোসান্জ এবং বরুণ শর্মার সঙ্গে পরবর্তী ছবি ‘অর্জুন পাটিয়ালা’-তে দেখা যাবে। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপথ’ সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুরের সঙ্গেও অভিনয় করছেন তিনি।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি