ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের পরিবারে আসছে নতুন অতিথি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ফের মামা হতে চলেছেন সলমন খান। মুম্বই মিররের প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অর্পিতা খান শর্মা। জানা যাচ্ছে মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ডাক্তারের তত্বাবধানে রয়েছেন অর্পিতা।

গত বছর নভেম্বরেই বিবাহিত জীবনের চার বছর পূর্ণ করেছেন আয়ুষ শর্মা ও অর্পিতা খান শর্মা। এই উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টও করেন অর্পিতা। 

তিনি লেখেন, ‘বিয়ে তখনই সফল হয় যখন দম্পতি নিজেদের মধ্যে অমিলগুলোও উপভোগ করতে শেখে। তুমি শুধু আমার স্বামী ও আহিলের বাবা নও, আমার প্রিয় বন্ধুও। সুখে-দুঃখে সব সময় আমার পাশে থেকেছো। তোমার মতো সঙ্গী পাওয়া ভাগ্য়ের বিষয়। অনেক ভালবাসা রইল, শুভ বিবাহবার্ষিকী।’

অর্পিতা খান সালমানের নয়নের মণি বললেও কম বলা হয়। বোনকে খুশি রাখতে কোনও কমতিই রাখেননি তিনি। অর্পিতার ইচ্ছানুসারে হায়দ্রাবাদের তাজ ফলকনুমা প্যালেসে জাঁকজমক করে বিয়ে হয় অর্পিতা ও আয়ুষের। তারপর তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আহিল। চিরদিনই শিশুদের সান্নিধ্য পছন্দ করেন ভাইজান। তাই আহিলকে যে তিনি চোখে হারান তা বলাই বাহুল্য। সালমানের খেলার সঙ্গী ছোট্ট আহিল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দুজনের খুনসুটির ভিডিয়ো শেয়ার করেন তিনি। সূত্র: জি ২৪ ঘন্টা

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি