ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমে বিভোর নিক-প্রিয়াঙ্কা, ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর বিখ্যাত আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন তিনি। সেই থেকে নিকের সঙ্গেই আমেরিকাতে থাকছেন তিনি। আর নিকের সঙ্গে করা পার্টি থেকে তাদের সেলিব্রেশনের বিভিন্ন ছবি নিয়মিতভাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করছেন বলিউডের ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কার শেয়ার করা তার ৩৭তম জন্মদিন সেলিব্রেশনে‌র ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সেলিব্রেশনের রেশ এখনও কাটেনি। বর্তমানে মিয়ামিতে একান্তে সময় কাটাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা। আর সেই সময় কাটানোর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে নিক-প্রিয়াঙ্কার প্রেমের রসায়ন অনেক গভীর।

ছবিতে প্রিয়ঙ্কাকে দেখা গেছে হাল্কা গোলাপি রঙের পোশাকে। আর খালি গায়ে থাকা নিক আলিঙ্গন করে রয়েছেন তাকে। একে অপরের চোখে চোখ রেখে দৃষ্টি বিনিময় করছেন দুজন। যা দেখে মুগ্ধ তাদের ভক্তকূল।

এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেছে ছবিগুলো।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি