ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন খবর দিলেন দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দীপিকা পাডুকোন ও রণবীর সিংহ। বলিউডের এই তারকা দম্পত্তিকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। প্রেম থেকে বিয়ে, তারপর পরবর্তী জীবন। সব খবরেই আগ্রহী নেটিজেনরা। তাইতো নিজেদের সব খবর ভক্তদের কাছে দীপিকা পৌঁছে দেন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের মাধ্যেমে।

‘৮৩’ সিনেমার শুটিংয়ের জন্য এতদিন ইংল্যান্ডে ছিলেন এই বলিউড দম্পতি। সম্প্রতি নিজের শুটিং শেষ করে মুম্বাইতে ফিরেছেন দীপিকা। তবে শুটিংয়ের কাজে রণবীর এখনও আছেন ইংল্যান্ডেই। আর মুম্বাইতে ফিরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রণবীরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন দীপিকা। প্রকাশের পর সেই পোস্ট সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

ছবি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘আস’ বা আমরা।

সেই ছবিতে তারা তাকিয়ে আছেন একে অপরের দিকে। কোমরে হাত দিয়ে দীপিকা দাঁড়িয়ে আছেন। আর তার পায়ের কাছে হেলান দিয়ে বসে রয়েছেন রণবীর।
এই ছবির পোস্ট ভেসে গেছে কমেন্টের বন্যায়। ছবি দেখে নেটিজেনরা দীপিকা-রণবীরকে বলছেন, ‘কিউটেস্ট কাপল’।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি