ডেঙ্গু সচেতনতায় পুষ্পিতার গান
প্রকাশিত : ১৭:৩২, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:৪২, ১ আগস্ট ২০১৯

তরুণ প্রজম্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতার দেশের ভয়াবহ ডেঙ্গু ভাইরাস পরিস্থিতি নিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জনসচেতনামূলক গান প্রকাশ হচ্ছে আগামীকাল। জামাল রেজার কথায় গানটির সুর সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদন রায়।
গানটি প্রসঙ্গে পুষ্পিতা বলেন, “সমাজের নিকট শিল্পীদের দায়বদ্ধতার বিষয় থাকে। সামাজিক জন সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আমিও দায়বদ্ধ। এই উপলব্দি থেকেই আমার এই গানটি । আমি মনে করি আমার এই গানটি ডেঙ্গু ভাইরাস বিষয়ে সচেতনতার ক্ষেত্রে কিছুটা হলেও অবদান রাখতে পারবে”। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
নতুন গানটির ব্যাপারে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান। তার এই গানটি শোনা যাবে https:/ww/w.youtube.com/channel/UCxhH-MJuqcW9ZWwb5JMsKLQ লিংকে।
উল্লেখ্য ইতিপূর্বে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে তার প্রথম মৌলিক গানের একক অ্যালবাম ‘অনুভবে তুমি’। অ্যালবামটির প্রথম গানটি নিয়ে ‘স্বপ্নঘুড়ি’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। যা ইউটিউবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
আই/আরকে