ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা হওয়ার ইচ্ছে নেই প্রিয়াঙ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

মা হওয়ার কোন ইচ্ছাই নেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার! মার্কিন পপ স্টারের ঘরণী হওয়ার পরপরই মা হচ্ছেন তিনি- এমনটি শোনা গেলেও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। তিনি মা হতে চাচ্ছেন না। বিয়ের ৮ মাস পর এমনটি শোনা যাচ্ছে।

এতে প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা জোনাসের সংসারে কোন আলোর প্রদীপ কি থাকবে না? এ প্রশ্ন এখন বেশ বড় হয়ে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।
প্রিয়ঙ্কার মা না হওয়ার এ পরিকল্পনায় সঙ্গে এ বিষয়ে একযোগে ‘হ্যাঁ’ মিলেয়েছেন স্বামী নিক জোনাসও। তারা এই মুহূর্তে নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত থাকতে চান।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে মার্কিন তারকা শিল্পী নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর যেন সে দিন ভেসে গিয়েছিল আলোর রোশনাইয়ে। রাজস্থানের উমেদ ভবনে গাঁটছড়া বাঁধার পর দিল্লি এবং মুম্বাইয়ে পর পর তিনবার বসে নিক-প্রিয়াঙ্কা রিসেপশনের আসর। আর সেখানে হাজির ছিলেন হাই প্রোফাইল সব তারকারা।

উল্লেখ্য, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর তাঁদের দিল্লির রিসেপশনে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি