ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

তানজিন তিশার ‘তুমি রবে নীরবে’ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:৪৭, ৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

তানজিন তিশা। দেশের শোবিজ অঙ্গনের অতিপরিচিত মুখ। বিশেষ করে ছোট পর্দায় তার অভিনয় বেশ প্রশংসিত। খুবই অল্প সময়ে শোবিজে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনয় দক্ষতা দিয়ে। ২০১৫ সালে ঢাকা কোলকাতা মিলিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে ‘তুমি রবে নীরবে’ চলচ্চিত্রের কাজ শেষ করা হয়। এটি মুক্তি দেয়া হয় ২০১৭ সালের ৫ মে।

মাহবুবা ইসলাম সুমীর পরিচালনায় এই চলচ্চিত্রে ছোট বোনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। যদিও এটি মুক্তির সময় আপত্তি তোলেন তিশা। তিনি দাবি করেন, টেলিছবি জেনেই এতে অভিনয় করেছিলেন। সিনেমার বিষয়ে তাকে কিছু বলা হয়নি।

এবার আবারও প্রচার হতে যাচ্ছে সেই সিনেমা। আজ ৬ আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে চ্যানেল আইতে প্রচার হবে ‘তুমি রবে নিরবে’। এতে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ‘তুমি রবে নিরবে’ সিনেমাটি দেখানো হবে বিকেল ৩টা ৫ মিনিটে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি