ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

অনেকটা সুস্থ এ টি এম শামসুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

অনেকটা সুস্থ হয়ে উঠেছেন নন্দিত অভিনেতা এ টি এম শামসুজ্জামান। প্রায় তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা চলছে তার। শিগগিরই এ অভিনেতা বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার মেয়ে কোয়েল।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেন, ‘বাবা হারপেস জোস্টার ভাইরাস ইনফেকশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এই ভাইরাসের প্রভাব টানা ২১ দিন থাকে। তাই চিকিৎসকরা ২১ দিনের জন্য মনিটরিংয়ে রেখেছিলেন বাবাকে। বর্তমানে কোনো শঙ্কা নেই।’

তিনি বলেন, ‘শিগগিরই হাসপাতাল থেকে বাবার ছুটি মিলবে। বাসায় গিয়ে বিশ্রাম নিবেন বাবা। আশা করছি, দুই-তিন দিনের মধ্যে বাবাকে বাসায় নিয়ে আসতে পারব আমরা।’

উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান একুশে পদকপ্রাপ্ত একজন অভিনেতা। তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গত বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৫ শে জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে বাড়িতেও ফেরেন তিনি। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে গত ২৫ শে নভেম্বর আবারও এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেছেন তিনি।

এরপর আবারও অসুস্থ হয়ে পড়েনি তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি