ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

এক থাপ্পড়েই তাপসি পান্নু’র সংসার শেষ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৯:১৬, ৩১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

একটা মাত্র থাপ্পড়। সেই একটা থাপ্পড়েই শেষ হয়ে গেল সমস্ত সম্পর্ক! সংসার ভেঙে বেরিয়ে গেলেন তপসি পান্নু। অবাক লাগছে শুনে? তাহলে দেখুন থাপ্পড়-এর ট্রেলার। যেখানে ফের পুরোদমে স্ক্রিনে হাজির হয়েছেন তপসি পান্নু।

শুক্রবার মুক্তি পেল থাপ্পড়-এর ট্রেলার। যেখানে তপসি পান্নুকে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। ট্রেলারে দেখা যাচ্ছে, অমৃতা নামের ঐ গৃহবধূর ঘর, সংসার বেশ ভালই চলছিল। স্বামীকে নিয়েই গড়ে ওঠে তাঁর সমস্ত জগত। সেই জগতটাই ভেঙে চুরমার হয়ে যায় স্বামীর অফিস পার্টির দিন। যেখানে বন্ধুদের সঙ্গে পার্টির মাঝে আচমকাই স্ত্রীর গালে থাপ্পড় মারেন অমৃতার স্বামী। ঐ ঘটনার পরই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন অমৃতা। তিনি কোনওভাবেই আর স্বামীর সঙ্গে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

একটি মাত্র থাপ্পড়ের জন্য আম্মু কেন সংসার ভাঙছেন, সেই প্রশ্ন তাঁকে বার বার করা হলেও, অমৃতা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। একটি মাত্র থাপ্পড় হলেও, স্বামী তাঁর গায়ে কেন হাত তুলবেন, তা নিয়ে বার বার সওয়াল করতে শুরু করেন আম্মু। বাবা-মা শাশুড়ি, সমাজ সবাই তাঁকে বোঝালেও, তিনি কোনওভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি। শেষ পর্যন্ত একটি থাপ্পড়ই কি শেষ করে দেবে অমৃতার সংসার, সেটা অবশ্য সময়ই বলবে।

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পায় পিঙ্ক। পরিচালক অনুভব সিনহা ফের থাপ্পড়ে নিয়ে আসেন তপসিকে। পিঙ্ক এর মতোই কি সাফল্য পাবে থাপ্পড়, সেটা অবশ্য সময়ই বলবে। তাপসির পাশাপাশি এই সিনেমায় রয়েছেন রত্না পাঠক, দিয়া মির্জা, মানব কল, রাম কাপুর-রা। আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে থাপ্পড়।

 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি