ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মিথিলার ফিরে আসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৫ জুন ২০২১

আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিচ্ছেদ, প্রেম, বিয়ে, স্কান্ডাল নিয়ে গত কয়েক বছর বেশ আলোচিত ছিলেন তিনি। দেশ ছেড়ে সংসার পেতেছেন ভিন্ন দেশে। এরপর করোনাকালীন ধাক্কা। সব কিছু সামলে আবারো ফিরলেন তিনি। শোবিজে কাজ শুরু করছেন এই তারকা। 

কোরবানির ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বিয়িং ওম্যান’। সম্প্রতি এ নাটকে অভিনয় করলেন মিথিলা। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। সম্প্রতি উত্তরার শুটিংবাড়িতে এর দৃশ্য ধারণ হয়েছে। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। 

নাটকের গল্পটা ক্লাসিক্যাল। এতে মধ্যবিত্ত সংসারে একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন- তাই উঠে আসবে। পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। নাটকে মিথিলার জীবনে সন্তানও আসবে। মোট কথা একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হচ্ছে ‘বিয়িং ওম্যান’। 

নাটকে মিথিলার স্বামীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে। 

এদিকে গত রোজার ঈদে মিথিলার চারটি নাটক প্রচারিত হয়েছে। সবক’টি থেকেই ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। এর আগে, মিথিলা ব্যস্ত ছিলেন তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’- নিয়ে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার কাজ কিছুটা বাকি আছে। খুব শিগগিরই সেই অংশের কাজ শুরু হবে। এরপর আরো একটি সিনেমা নিয়ে কথা চলছে মিথিলার। ব্যাটে-বলে মিললে সেটিও করবেন। 

মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ড হুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। শোবিজে কাজ করলেও পড়াশোনা নিয়ে মনোযোগী মিথিলা। করছেন পিএইচডি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি