ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

অশ্লীল আক্রমণের মুখে স্বস্তিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ২২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

স্বস্তিকা মুখোপাধ্যায়কে ফের সামাজিক মাধ্যমে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে। এবারও সেই ফেসবুককে হাতিয়ার করেই আক্রমণ করা হয় জনপ্রিয় অভিনেত্রীকে। তবে তাঁর উদ্দেশে অশ্লীল কটাক্ষ উড়ে এলে, তিনি চুপ করে বসে থাকেননি। সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী।

তবে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই ধরনের অশ্লীলতা কবে বন্ধ হবে বলে প্রশ্ন তোলেন স্বস্তিকা। শুধু তাই নয়, এই ধরনের ট্রোলাররা নিজেদের প্রোফাইল ব্লক করে রেখে, অন্যের টাইমলাইনে হাজির হয়ে কটাক্ষ করেন বলে অভিযোগ করেন 'দিল বেচারা' অভিনেত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ধরনের আক্রমণ তাঁর উদ্দেশে উড়ে আসার পর ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করেন স্বস্তিকা।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল আক্রমণের মুখে পড়তে হয় স্বস্তিকাকে।

প্রসঙ্গত পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম সিনেমা দিল বেচারায় সুশান্ত সিং রাজপুত, সঞ্জনা সাঙ্ঘিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফলে সুশান্তের মৃত্যুর পর তিনি হাসিখুশি অভিনেতাকেই মনে রাখতে চান বলেও জানান স্বস্তিকা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি