ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

করোনায় আক্রান্ত শওকত আলী ইমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় এখন আইসোলেশনে রয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি ইমন নিজেই নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘গতকাল রাতে করোনা টেস্টে আমার রিপোর্ট পজিটিভি এসেছে। চিকিৎসকের পরামর্শে এখন বাসাতেই আছি। প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। সবার কাছে দোয়া চাইছি।’

বেশকিছু দিন ধরে জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছিলেন ইমন। ধারণা করছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন। এই সন্দেহ থেকেই কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। তবে এখন পর্যন্ত তার শরীরে জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

১৯৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ইমন। তার দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও জনপ্রিয় সংগীতশিল্পী।

১৯৯৬ সালে সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন ইমন। অডিও ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্রে অনেক গান উপহার দিয়েছেন তিনি। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি