ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

বাস্তব জীবনে কেমন পরীমনি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২৬ আগস্ট ২০২১

পরীমনির ফেসবুক থেকে নেয়া

পরীমনির ফেসবুক থেকে নেয়া

মাদক মামলায় গ্রেফতারকৃত ঢালিউড অভিনেত্রী পরীমণির জামিন হয়নি। তাঁর জামিনের আবেদন একাধিকবার নাকচ করেছে আদালত। এখন তিনি আছেন গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারে।

এদিকে পরীমনিকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরীমণির আইনজীবীসহ অনেকেই এই অভিযোগ করেছেন। এইবার একই অভিযোগ করলেন পরীমণির নানা শামসুল হক।

তিনি বলেন, ‘পরীমণিকে হয়রানি করা হচ্ছে। এটা আমার কথা না। এটা বাংলাদেশের ৮০ ভাগ মানুষের কথা। সবাই একই কথা বলছে। তাঁকে অযথা হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্র করে তাকে হেনস্তা করা হচ্ছে। এটাই সবাই বলছে।' 

গত ৪ আগস্ট রাজধানীর বনানী এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয় পরীমনিকে। তারপর থেকে জেলেই আছেন তিনি। পরীমণির জামিন না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন শামসুল হক। তিনি বলেন, ‘পরীর আমি ছাড়া আর কেউ নেই। কেন তাঁকে এই ভাবে হেনস্তা করা হবে?’ 

তাঁর দাবি, তাঁর নাতনি যা উপার্জন করেছে, তার সবটাই জনহিতকর কাজে ব্যয় করেছে। তিনি বলেন, ‘পরীমণি প্রতিবছর এফডিসিতে দুঃস্থ শিল্পীদের জন্য কোরবানি দেয়। অনাথ আশ্রমে জন্মদিন পালন করে। তার নিজের বাড়ি নেই। বাড়িভাড়া নিয়ে থাকে।’

একইসঙ্গে পরীমনিকে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন পরীমণির নানা। এতে তার অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেই অভিমত তার। 

বাংলাদেশের একাধিক বিশিষ্টব্যক্তি এবং আইনজীবীদের মতে, একজন নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে পরীমণির জামিন পাওয়ার অধিকার থাকলেও তাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। তাঁকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।

গত রোববার পরীমণিকে তোলা হয়েছিল আদালতে। কিন্তু জামিন না দিয়ে তাকে আবার জেলেই পাঠিয়েছে আদালত। আগামী ১৩ সেপ্টেম্বর পরীমণির জামিন নিয়ে শুনানি হবে বলে জানিয়েছে আদালত। 

এদিকে, পরীমনির জামিনের জন্য হাইকোর্টে বিনা পারিশ্রমিকে লড়াই করবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী জেড আই খান পান্না। রোববার রাতেই নিজের ফেসবুকে করা একটি পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন ‘পরীমণির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি, যারা সঙ্গে থাকতে চান থাকবেন।’ 

পরে তিনি জানান, তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টের আরও কয়েকজন আইনজীবীও থাকবেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি